মোকদ্দমা নং: ২৩১/২০১১
বাদী বনাম বিবাদী
মোসাঃ জোসনা রিনা আক্তার
স্বামীঃ আ: মজিদ পিতাঃ রবি মিয়া
সাংঃ লস্করপুর সাংঃ সুবর্ণতুলী
কালিহাতী, টাঙ্গাইল। দেলদুয়ার, টাঙ্গাইল।
উপরোক্ত বিষয়ের সুত্রস্থ স্বারক পত্রের আদেশ মোতাবেক উল্লেখিত নং মোকাদ্দমাটির তদন্ত ভার আমার উপর অর্পিত হওয়ায় নথি পাওয়ার পর পর্যালোচনা করে মোকাদ্দমার বিষয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পক্ষদ্বয়কে উপর্যুক্ত স্বাক্ষী ও প্রয়োজনীয় প্রমান পত্র সহ অত্র কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ ক্রমে নোটিশ জারি করা হয়। নির্ধারিত তারিখে জারিকৃত নোটিশের ফেরত কপি পাওয়া গেল এবং বাদী ও বিবাদী পক্ষ হাজির হয়। উপস্থিত পক্ষদ্বয়, পক্ষদ্বয়ের স্বাক্ষী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় জানা যায় পারিবারিক কলহ ও পক্ষদ্বয়ের ভুল বুঝাবুঝির কারনে উক্ত মামলার সৃষ্টি হয় । উপস্থিত পক্ষদ্বয়, পক্ষদ্বয়ের স্বাক্ষী ও গন্যমান্য মাতাববর গনের সমন্বয়ে মোকাদ্দমার বিষয়ে অত্র কার্যালয়ে এক আপোষ মীমাংসায় মীমাংসীত হয় (কপি সংযুক্ত) এবং আর মামলা মোকাদ্দমা পরিচালনা করিবেন না মর্মে অঙ্গীকার করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS